.jpg)
আজ আমার মন খারাপ স্ট্যাটাস দিলেও
আজ আমার মন খারাপ স্ট্যাটাস, আজ আমার মন খারাপ স্ট্যাটাস দিলেও, আজ আমার মন খারাপ স্ট্যাটাস দিলেও শাস্তি, মন খারাপ স্ট্যাটাস মন খারাপ থাকাটাই স্বাভাবিক মান বিভিন্ন কারণে মন খারাপ হয়ে থাকে খারাপ যখন থাকে তখন যদি মন খারাপের স্ট্যাটাস দেওয়া যায় তাহলে মন থেকে একটু ভালো লাগে। তবে সব থেকে ভালো হয় যে আপনার যখন মন খারাপ হবে তখন আপনি নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন।
তুমি ভেঙ্গেছ হৃদয় সেই আশাতেই আজও এই
এ বুকে দুঃখ চেপে রই কত আপন
তুমি ছিলে কেন আমাকে এভাবে কাঁদালে
জানি নাকি অভিমানে চলে গেলে আমায় এই হৃদয় ভেঙে
****
মত চোখের জল ফেলবে আর তুমি
আমার কথা ভাববে কবে জানো
যেদিন তুমি আমার মত সত্যি ভালবাসবে
****
জীবনের শুরুতে কষ্টের সুজনা হাজারো ব্যর্থতা
নিয়ে আমার রচনা যন্ত্রণার অন্ধ ঘরে
নির্ণয় এক পরিহাস চোখের জল আর
বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস
****
অতিথি পাখি হয়ে কারো জীবনে যাওয়া হয় তো
আমি তাকে কিছুদিন হাসা দিই কিন্তু তুমি
যখন চলে যাবে আপন ঠিকানায়
সে সারা জীবন কাঁদবে শুধু তোমায়
****
আমি আজও ভালোবাসি তোমায়। আর সারা
জীবন এভাবেই ভালবাসব জানিনা
আজ আমার কি হয়েছে শূন্য মনের
গহীন অতলে এক ঝড় উঠেছে ভীষণভাবে
তোমাকে মনে পড়েছে জান
****
মিছে আশা করে লাভ কি সত্যিই এটাই যে
আমাকে কাঁদিয়ে আমার কি অপরাধ ছিল জানু
*****
তোমাকে ভালোবাসাটাই কি আমার অপরাধ ছিল যদি
তাই হয় তবে ক্ষমা করে দিও
আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে
সেখানে যে চিৎকার করে কাঁদতাম কেন
*****
আজ আমার মন খারাপ স্ট্যাটাস দিলেও শাস্তি
কি তখন না ফেরার দেশে চলে যাব
যখন ডাকবে কি তখন তোমায়
ডাকে সারা দিব না যখন
****
সারা জীবনেই তো প্রেম আসে কেউ ভালোবাসার
মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখে জীবন কা
ভোগ করার সৌভাগ্য অর্জন করে
*****
জানিনা এই তোর ওর মনে কার জায়গা হবে
শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখবো
সারা জীবন তাকেই ভালোবাসো আজ
স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ
****
জীবন থেকে হারিয়ে গিয়েছে কত চেনা মানুষ
অচেনা হয়ে গেছে হয়তো কোন
একদিন আমিও অচেনা হয়ে যাব
****
এই পৃথিবী থেকে নিচে আসা করে লাভ কি সত্যি
এটাই যে তুমি কখনো আমার ছিলে
না আর কখনো হবে না
****
কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে
না জীবন তো বহমান নদীর থেমে থাকে না
আশাগুলো পড়ে থাকে শুধুই স্মৃতি হয়
জীবনের অনেক কিছু যায় দাঁড়িয়ে
***
আমি আগ্নেয়গিরির মত জ্বলে উঠতে পারি বলেও
যেতে পারি মরেও মত নির্বন্দ্বে আমি হাসতে
পারি থাকে যদি বুকে হাজারো ক্ষত
আমিও হতেও পারি কারো মনের মানুষ
হতেও পারি কারো প্রিয়জন আমি পারি যতটা
নির্ময় হতে হতে পারি ঠিক ততটাই দরদী
****
আমি সারাটা জীবন তোমাকে আগলে রাখতে
পারি এ বুকে নির্ণয় হয়ে তেমনি
করে ভুলেও যেতে পারি তোমাকে আমি,
আছি শেষের পথে আর তুমি সূচনায়
শেষের পথে দাঁড়িয়ে ভালোবাসি আমি
****
ঝরলো মনের গহনে কষ্ট লুকিয়ে তোমার
হাসি টাই না হয় দেখে যাই কি বা ক্ষতি
তাতে ভালোবাসা তো এমনই হয়
***
আমার জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি
আমাকে ছেড়ে চলে গেছো ভুলে গেছো
কখনো মনে রাগ করো না আমায় আর স
বচেয়ে বড় মিথ্যে টুকু হল আমি
*****
আমার যদি একটা পৃথিবী থাকত
তাহলে সেখানে যে চিৎকার করে
কাঁদতাম কেন জানো তোমার
দেওয়া স্মৃতি এত যন্ত্রণা দেয়
মাকে যা সহীবার মত শক্তি আমার মাঝে নেই
*****
আমি এখনো আগের মতো রাত জাগা পাখি
র ফোন আসার ভাবি না একবারও
বলবে অনেক রাত হলো ঘু
***
মাতে যাও সকালে ওটা লাগবে না জীবন চলে
যায় জীবনের নিয়মে কারো জন্য
সে থমকে দাঁড়ায় না
মানুষকে পরিবর্তন করে
আবার কষ্ট মানুষকষষষষষষষষষষ
****
ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট
মানুষকে শক্তিশালী করে
আজব রকমের হয় কখনো কষ্টের
মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায়
****
মন খারাপ স্ট্যাটাস
- কোন মানুষ হয়ে যায় না কাউকে বলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোন মানুষের চায়না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়।
- একটি চোখ কখনো আরেকটা চোখে দেখতে পারেনা তারপরেও বুকে কষ্ট হলে দুটি চোখে দেখি কিন্তু জল ঝরে।
- কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেকে অনেক কষ্ট পায়।
- একা থাকাই ভালো অদন্ত কেউ কষ্ট দেয় আর সুযোগ পায় না।
- অতিরিক্ত বিশ্বাস সারাত সথা মানুষকে একসময় খুব একা করে দেয়।
- কাকে খুঁজো আমাকে পাবে না কারণ আমি তো কবে হারিয়ে গেছি সেই অবহেলার শহরে।
- আমি তাকে যতবার মনে করি সে ততবার নিঃশ্বাস না।
- কাউকে ঠকিয়ে হয়তো কনিকের সুখ পাওয়া যায় কিন্তু জীবনে সুখে থাকা যায় না।
- ভালোবাসা আমাকে হিংসে শেখারই কারণে তার পাশে থাকার কারণ ভুলে গেছি।
- প্রিয় মানুষগুলো হঠাৎ করে বদলে গেলে অনেক কষ্ট হয় তাই না।
- খুব মিস করছি একজনকে না পাচ্ছি বলতে না পাচ্ছি বলতে।
- পরিচয় অল্প দিনের হলেও মরে রেখে যাওয়া স্মৃতি সারা জীবনের।
- হৃদয়ে যতন করে রেখেছি ভালবাসায় ধরে রাখবো তোমায় হারিয়ে যাবে না কভু আমায় ছেড়ে দূরে অচেনা কোন দিকান্তরের কথা।
- ঠকায় তো সেই মানুষগুলো যাদের আমরা মনে রাখি বিশ্বাস করি।
- বুকের কষ্ট গুলো বুকে লুকিয়ে চলে থাকে অনেক দূরে যাচ্ছি ফিরব না কোনদিন আমি।
- তোমরা বেশি বেশি হেসো না কারণ বেশি হাসার ফলে হৃদয় মরে যায়।
- দুটি চোখে কান্নার মর্ম যদি কেউ বস্তু দুখের পেছনে সে সুখ কাছে সেটা যদি সবাই জানতো ভালোবাসা মাঝে টক ঝাল মিষ্টি গুলো সবাই আছে কিন্তু ভালোবাসার স্বপনে কি জীবনে আমি চেয়েছি।
- ফুলগুলো সব ঝরে গেছে বাঁকা না শূন্য তোমার স্মৃতি মনে পড়ে গেছে লাগে সে বিষন্ন হঠাৎ করে হারিয়ে গেলে অজানা কোন দেশে কেমন করে চলে গেলে হাওয়ার সাথে মিশে পাখির গানে ঘুম ভাঙ্গে তোমার গানে না ক্ষতিকর প্রহর শেষে দেখা আর হলো না।
- বাতেনি হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে যাবি যদি দূরে পাখি যারে উড়ে ঘরবোনা মানা তো রেখে।
- সৃষ্টি হবে অন্যরকম গল্প আছে। আলোর নিচে সাজিয়ে নেব অন্ধকারে সাজ দেখে নেব তোমার পাশে চোখের।
- কষ্ট দাও তবে এত বেশি দিও না যা সইবার ক্ষমতা আমার থাকে না দুঃখ দাও তবে এত বেশি দিও না যাব এবার ক্ষমতা আমার থাকে না আমায় এত বেশি কাঁদিও না যে কান্নার জল একদিন তোমায় ভাসিয়ে নিয়ে যাবে অনেক দূর।
- বুঝতে দাওনি কোন আমাকে সাজিয়েছো জড়িয়ে ছায়া হয়ে ছেলে বাসে বল কি করে চলে গেলে আমায়।
- হয়তো তুমিও বাসবে ভালো কিন্তু আমি থাকবো না শান্ত হয়ে ঘুমিয়ে যাব আর কোনদিন যাব না ভালোবাসা অজুহাতে তোমার কাছে ডাকবো না আর কোনদিন তোমার পথে দাঁড়িয়ে থাকবো না।
- বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমার হাতটা ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত তোমার হাতটা ধরতে হাটতে চাই।
- জীবনের মানুষের এত চাওয়া কেন চাওয়াটা যেন মধ্যে থাকে না।
- তোমার পৃথিবীটা বিশাল বড় আমায় ছাড়াই হাসা যায় বাঁচা যায় আমার কথা মনে না করে থাকা যায় আমি শুধু পারিনা।
- আমি রাতকে ভালবাসি না তবুও আমি রোজ রাত জেগে থাকি তোমার দেওয়া কষ্টে ঘুম আসে না বলে।
- সব সময় নিজেকে খুব একা ভাবি কারন আমি জানি আমার পাশে থাকার মত কেউ নেই মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি বাসায় গিয়ে দেখি সবাই আমারে কল্পনা।
- ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্ট মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তা চলে যাওয়া কষ্টটা।
- মাকে দুঃখ দিতে চাও তাও কিন্তু এটা তো আর দুঃখ দিও না যদি তা যন্ত্রনা রুপ নেই।
- চিরদিনই আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রতিভাতেরা কাছে আসেনি দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদকে আমার ঘরে আলো কখনো আসে না।
- মনে ছিল কত স্বপ্ন ছিল কত আশা সব কিছু মিথ্যে ছিল তোমার ভালোবাসা
- রবার তোমার চোখের পানি মুছে ফেলার চেয়ে জীবন থেকে থাকে মুছে ফেলা উত্তম যে তোমাকে এতবার কাদায়
- যদি মনের আকাশে মেঘ জমে তবে অশ্রু হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশের নীল হয় তবে কষ্ট সব
- কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না ঘুম
- মনটা কি জিনিস বুকের মধ্যে তো থাকে কিন্তু আয়ত্তে থ আয়ত্তে থাকে না
- ভালোবাসার অনুভূতি গুলো খুব আজব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুকানোর সুখ খুঁজে পাওয়া যায়
- মনে ছিল ভালোবাসা কত স্বপ্ন ছিল কত আশা সব কিছু মিথ্যে ছিল তোমার
- বারবার তোমার চোখের পানি মুছে ফেলাচ্ছে জীবন থেকে তাকে মুছে ফেলা যে তোমাকে কতবার